নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের আলোচিত-সমালোচিত অভিনেতাদের মধ্যে চিত্র তারকা মান্না, নাঈম, অমিত হাসান ও আফরান নিশোর জনপ্রিয়তা তুঙ্গে। চার ভিন্ন সময়ের চারজনই সুপার স্টার। এক সময় পুরো সিনেমা পাড়া মান্নার একক দখলে ছিল। নায়ক-খলনায়ক উভয় ভূমিকায় অমিত হাসান ছিলেন প্রশংসনীয়, ফিল্ম পাড়ায় যখন তরুণ অভিনেতাদের আকাল তখন ফিল্মপাড়া জমিয়ে তোলেন নাঈম। বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। নিশো বড় পর্দায় সুড়ঙ্গ করে আলোচনায় এসেছেন।
ঢাকার ফিল্মপাড়ায় অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে নানারকম স্ক্যান্ডেল। শাকিব খান থেকে শুরু করে অপুর্ব পর্যন্ত কেউ মুক্ত নন। অপু, বুবলি, পরিমণি, পূজা থেকে রেহাই পাননি তানজিন তিশাও। এদের স্ক্যান্ডেলের প্রতিবেদন টিভিতে প্রচার ও পত্র-পত্রিকায় প্রকাশ হলেও টাঙ্গাইল জেলার অভিনেতাদের নাম কোন মিডিয়াতে দেখা যায়নি।
জানা যায়, প্রয়াত মান্নার স্ত্রী শেলী, নাঈমের স্ত্রী শাবনাজ, অমিত হাসানের স্ত্রী অনন্যা ও আফরান নিশোর স্ত্রী সাইজা মাহমুদ তৃশার পক্ষ থেকে এদের স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগও নেই। এদের মধ্যে প্রয়াত মান্নাসহ তাদের প্রত্যেকের বৈবাহিক জীবন চলছে সুখের মধ্যে।
সম্প্রতি নিশোর সুড়ঙ্গ মুক্তি পাওয়ার পর থেকে নিশোকে টপ স্টার হিরোরা হিংসাত্মকভাবে দেখছেন। তবুও আমাদের প্রত্যাশা নিশো নিজ প্রতিভাবলে সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠে এগিয়ে যাবেন উজ্জ্বল ভবিষ্যতের দিকে।
নিজ নিজ অভিনয় যোগ্যতা দিয়ে নায়ক মান্না, নাঈম, অমিত, নিশো নিজের পাকাপোক্ত জায়গা দখল করে স্থায়ী আসন গড়েছেন দর্শকের হৃদয়ে। এর সাথে কোন প্রকার নারী কেলেঙ্কারী না থাকায় এরা আরও প্রশংসনীয় ও ভক্তদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়েছেন।
আমাদের প্রত্যাশা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী সকল মানুষের, সকল চলচিত্রপ্রেমীদের হৃদয়ে টাঙ্গাইল জেলার এ চারজন নায়ক সুদীর্ঘকাল বেঁচে থাকবেন। তাঁদের জন্য রইলো শুভ কামনা।