বাসাইলে ধর্ষণ মামলার আসামিদের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

অপরাধ ফিচার বাসাইল

বাসাইল প্রতিনিধি : বাসাইলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী । আজ দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় একাধিক ব্যক্তি বক্তব্য রাখেন । বক্তারা বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে ।

মূল আসামি বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব জামিন নিয়ে এসে মামলা তুলে নিতে বাদীকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে । গৃহবধূর স্বামীকে হত্যার হুমকিও দিচ্ছে । মামলার ২ ও ৩ নম্বর আসামি সাইদুল এবং শাহেদ মিয়ার রবিবার ৯ জুলাই উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হবে । তারা ওইদিন নিম্ন আদালতে হাজির হবে ।

এ ছাড়া আগামী ১ আগস্ট মামলার মূল আসামি সাকিবও নিম্ন আদালতে হাজির হবে । বক্তারা আরও বলেন, অভিযুক্তরা যেন জামিন না পান সে জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি । তাদের এমন শাস্তি চাই যাতে আর কোনও নারী ধর্ষণের শিকার না হয় । পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে রাতের খাবার খেয়ে গৃহবধূ ও তার স্বামী ঘুমিয়ে পড়েন ।

রাত সাড়ে ১২টার দিকে বাসাইল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া ও তার দুইজন বন্ধু সাইদুল মিয়া এবং শাহেদ মিয়া ওই গৃহবধূর স্বামীর কাছে মোটরসাইকেল চাইতে যায় ।

মোটরসাইকেল বের করার সময় কৌশলে ঘরে ঢুকে ওড়না দিয়ে গৃহবধূর মুখ বেধে ধর্ষণ করে । গত ১৬ মে ওই গৃহবধূ বাদি হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাকিব ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *