চারণকবি এম এ ছাত্তার উকিলের দাফন সম্পন্ন

চারণকবি এম এ ছাত্তার উকিলের দাফন সম্পন্ন

টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সহ সভাপতি; দৈনিক কালের বার্তা ও সাপ্তাহিক মৌবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক; বিশিষ্ট ছড়াকার ও চারণকবি, প্রবীণ সাংবাদিক এডভোকেট এম এ ছাত্তার উকিল (৭৪) না ফেরার দেশের চলে গেছেন।

 

দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে রোগভোগের পর সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টায় মরহুমের প্রথম জানাজা কাগমারা মির্জা মাঠে ও সকাল ১০টায় দ্বিতীয় জানাজা টাঙ্গাইল এডভোকেট বার সমিতিতে অনুষ্ঠিত হয়। পরে টাঙ্গাইল বেবীস্ট্যান্ডে অবস্থিত কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাব, এডভোকেট বার সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

সাপ্তাহিক সময়তরঙ্গ পত্রিকার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মরহুমের পরিবারের সঙ্গে শোক ও সমবেদনা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *