ঘাটাইলে বিট কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ঘাটাইলে বিট কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ঘাটাইল ফিচার

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় টেন্ডারবিহীন সরকারি গাছ কাটার প্রতিবাদে এলাকাবাসী এক বিট কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। সোমবার, ৩ জুলাই সকাল ১১টায় উপজেলার সাগরদিঘী বাজারে ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদিঘী বিট কর্মকর্তা আসাদুজ্জামানের বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ বাহার এমএ, সাগরদিঘী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আনছার আলী, ইউপি সদস্য মোকাম্মেল হোসেন, কাউসার তালুকদার, দলিল লেখক আশরাফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন সাগরদিঘী বিট অফিস থেকে রাতের আধারে একটি বটবৃক্ষ টেন্ডারবিহীন কেটে ফেলা হয়েছে। এছাড়াও বিট সংলগ্ন প্রতিবেশি লাইলি বেগমের বাসা থেকে বিট অফিসের পশ্চিমপাশ দিয়ে একটি অবৈধ রাস্তা তৈরির পরিকল্পনার অংশ হিসাবে এই বটবৃক্ষ এবং বিট অফিসের নিজস্ব পাকা দেওয়াল ভাঙা হয়। মানবন্ধনে বক্তারা টেন্ডার ছাড়া গোপনে পরিবেশ বান্ধব বটবৃক্ষ কর্তন করায় ওই বিট কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *