কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীদের উপর দফায় দফায় হামলা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মলেন করা হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ ছোহরাব আলী কস্তুরিপাড়া বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ছোহরাব আলী বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
সংবাদ সম্মেলনে মোঃ ছোহরাব আলী বলেন, নির্বাচন কমিশন চলতি বছরের মে মাসের শেষের দিকে আমাদের ইউনিয়নের তফসিল ঘোষণা করেন। গত ৯ জুন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আমাকে না দিয়ে অন্য একজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। পরে আমি নির্বাচন করতে চাইনি কিন্তু ইউনিয়নবাসীর অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
গত ২৬ জুন প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। রবিবার, ২ জুলাই রাতে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ইউনিয়নের আটাবাড়ী এলাকায় আমার নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মীদের উপর হামলা করে নৌকা প্রার্থীর অনুসারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁরা আমার উপরও হামলা করে। বিষয়টি কালিহাতী থানার ওসিকে জানালে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে বলেন। থানায় অভিযোগ শেষে ফেরার পথে পুনরায় আমাদের উপর হামলা করে।
এ সময় আমার ভাতিজা লুৎফর রহমানকে কুপিয়ে আহত করে। তিনি বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটিও পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেসাথে নির্বাচন কমিশনের নিকট আমি সুষ্ঠু নির্বাচনের দাবি করছি।