ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আশরাফুল ইসলাম রাফি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার ২ জুলাই দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ব্রাহ্মণশাসনের ধোপাজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম রাফি (২০) উপজেলার দিঘর ইউনিয়নের দিঘর গ্রামের হাসাজানি গ্রামের জুয়েল হোসেনের (বাবলু) ছেলে। রাফি ঢাকার মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। তার বাবা র্যাবে কর্মরত আছেন বলে জানা গেছে।
জানা যায়, ঈদ উপলক্ষে ঘোরাঘুরি শেষে রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। পথে মহাসড়কের উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে রাফি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন বলেন, ঈদ উপলক্ষে রাফি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথে ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটে ।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।