বঙ্গবন্ধু সেতুতে চার দিনে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে নতুন রেকর্ড সৃষ্টি

টাঙ্গাইল ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়ক উত্তরবঙ্গের কমপক্ষে ২৩ জেলার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম। মুসলমানদের ধর্মীয় বড় দুই উৎসব ঈদের সময় যানবাহনের ভিড়ে এই মহাসড়কে যানজট, ধীরগতিসহ সৃষ্টি হয় নানা ভোগান্তি। তবে, বিগত বছরের তুলনায় এ বছর স্বস্তিদায়ক ঈদযাত্রা হচ্ছে।

এবার বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে। গত সোমবার রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছে সেতুর ওপর দিয়ে। আর এসব যানবাহন থেকে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকার টোল আদায় করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বুধবার সকালে জানান, এর আগে গত বছরের ৭ জুলাই সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। ওই সময় সেতু পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন। পারাপার হওয়া যানবাহনের মধ্যে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এতে উত্তরবঙ্গের দিকে বেশি পরিবহন সেতু পার হয়েছে।

সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পূর্ব প্রান্ত (টাঙ্গাইলের দিক) থেকে উত্তরবঙ্গের দিকে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া পশ্চিম প্রান্ত থেকে (সিরাজগঞ্জ প্রান্ত) সেতু পার হয়েছে ১৮ হাজার ৯৯৭টি যানবাহন পারাপারে টোল আদায়ের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে প্রতিদিন ১৬-২৫ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এর ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৪ কিলোমিটার সড়ক দুই লেন এবং অতিরিক্ত গাড়ির চাপে যানজট ও ভোগান্তি হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *