নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ করতে মাঠে নেমেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। ২৭ জুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীমউদ্দীন হায়দার টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে জনসাধারণের ঈদ যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন, স্বস্তিদায়ক, যানজট ও হয়রানিমুক্ত করাসহ গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
একই সাথে তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের কর্মকাণ্ড ঘুরে দেখেন ও তাদের মাঠে থাকা নিশ্চিত করেন। এসময় তিনি বঙ্গবন্ধু সেতু (পূর্ব) এর টোল প্লাজাও পরিদর্শন করে মানুষের ঈদ যাত্রা নিশ্চিত করতে যে সকল পদক্ষেপ নেয়া প্রয়োজন তা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীনসহ দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমুখ।