মির্জাপুরে আম খেয়ে চিকিৎসকসহ একই পরিবারের ৮ জন অসুস্থ!

মির্জাপুরে আম খেয়ে চিকিৎসকসহ একই পরিবারের ৮ জন অসুস্থ!

ফিচার মির্জাপুর স্বাস্থ্য

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বাজার থেকে কেনা পাকা আম খেয়ে চিকিৎসক, শিশু ও নারীসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ২৩ জুন মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে অসুস্থতার এ ঘটনা ঘটলেও

সোমবার ২৬ জুন সকালে বিষয়টি জানাজানি হয়। অসুস্থরা হলেন চিকিৎসক টিটু (৩৫), গোড়াইল গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৪), ভাই ইমন সিদ্দিকী (৩০), বাবা খোরশেদ সিদ্দিকী (৫৬), মা রাবেয়া বেগম (৫০), ছেলে মারুফ সিদ্দিকী (১৮) ও মেয়ে মিম আক্তার (১৩)।

সোমবার (২৬ জুন) ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, শুক্রবার মির্জাপুর বাজার থেকে ছয় কেজি আম কিনে বাড়িতে নিয়ে যান। বাড়িতে আম নেওয়ার পর উক্ত আম খেয়ে আস্তে আস্তে তাদের মাথা ঝিমানো, প্রচুর ঘুম হওয়াসহ বমি হতে থাকে। এভাবে পরপর বাড়ির সাতজন অসুস্থ হয়ে পড়েন। পরে মির্জাপুর শহরের এক ক্লিনিকের চিকিৎক টিটুকে বাড়িতে অসুস্থ্যদের চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যান।

অসুস্থদের প্রাথমিক চিকিৎসার পর বিষয়টির সত্যতা নিশ্চিতে ওই চিকিৎসক দুটি আম কেটে খান। আম খাওয়ার পর ওই চিকিৎসকও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন।

এদিকে রবিবার বিকেলে অসুস্থদের মধ্যে ব্যবসায়ী আমজাদ হোসেনের মা রাবেয়া বেগম ও মেয়ে মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজার থেকে কেনা আমের মধ্যে প্রচুর মাত্রায় কার্বাইড মেশানো ছিল। এই আম খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েছেন। বাজার মনিটরিং করে কার্বাইটযুক্ত আমের সেম্পল পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *