বঙ্গবন্ধু সেতুতে চার দিনে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি টাকা

টাঙ্গাইল ফিচার ভূঞাপুর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জুন ঈদ উল আযহার ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বৃদ্ধি পেয়েছে ছোট-বড় পরিবহনের কয়েকগুণ চাপ।

সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার ২৫ জুন সকাল ৬টা থেকে সোমবার ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫টি যানবাহন। সর্বমোট ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকার টোল আদায় হয়েছে।

তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বে ১৪ হাজার ৯৭৬টি যানবাহন পারাপার হয় ও টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা। এদিকে বাড়ি ফেরাতে ঘিরে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লেনের ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন দীর্ঘ লাইন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদ যাত্রায় যানবাহনের স্বাভাবিক চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিম প্রান্তে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *