মাভাবিপ্রবিতে ৪র্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ৪র্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এপিএ-এর ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির উদ্যোগে ‘৪র্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক এক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের ভার্চুয়াল কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ জুন রবিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

 

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও আইসিটি সেলের সহকারী রেজিস্ট্রার আরিফুল ইসলাম। কর্মশালায় অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট ও অফিস প্রধানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *