কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ২৫ জুন সকাল ১১টায় কালিহাতী হাসপাতাল রোডে প্রচুর মূল্যবিহীন বিদেশী কসমেটিকস অবৈধভাবে রাখায় নিলয় কসমেটিকসকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস রাখায় মুন কসমেটিকসকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করে আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের সহায়তায় এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে হ্যান্ড মাইকের সাহায্যে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।