নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শ্রবণ ও বাক প্রতিবন্ধীতা নির্ণয় ও অভিভাবকদের পরামর্শ প্রদান ও হেলথ ক্যাম্প এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন হয়েছে। ব্রাক ব্যাংক-এর সহযোগিতায় টাঙ্গাইল হাইকেয়ার বধির স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার ২৪ জুন সকালে অনুষ্ঠানের শুরুতে শ্রবণ ও বাক প্রতিবন্ধীতা নির্ণয়ের জন্য হেলথ ক্যাম্প এবং ব্রাক ব্যাংকের অর্থায়নে কক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল হাইকেয়ার বধির স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইসরাত জাহান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ ইবনে সাইদ, ব্রাক ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার কমিনিকেশন এন্ড সি আর শাফিকুর রহমান ভূইয়া, টাঙ্গাইল জেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ডাঃ এস এ পন্ডিত, ঢাকা হাইকেয়ার ট্রেজারার মোঃ আসলাম পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল হাইকেয়ার বধির স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।