বাসাইল পৌরসভা নির্বাচন চলছে

বাসাইল পৌরসভা নির্বাচন চলছে: সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, বিজিবি মোতায়েন

ফিচার বাসাইল রাজনীতি

বাসাইল প্রতিনিধি: বাসাইল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার ২১ জুন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকল কেন্দ্রে নির্বাচনী সরাঞ্জাম পাঠানো হয়েছে। সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং সুষ্ঠ নির্বাচনের জন্য সকল কেন্দ্রে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

জানা যায়, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়রসহ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। স্থানীয় ভোটাররা মনে করছেন, তিনজন প্রার্থীই জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থী হওয়ায় নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। এ দিকে নির্বাচনকে কেন্দ্র করে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনী আলোচনা হচ্ছে।

 

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বাসাইল পৌরসভা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সে নির্বাচনে মেয়র নির্বাচিত হন মজিবুর রহমান। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিম আহমেদ মেয়র নির্বাচিত হন। দলের উপজেলা শাখার সহসভাপতি আব্দুর রহিম এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদকে মোকাবেলা করতে হচ্ছে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি এনামুল করিম অটল এবং কৃষক শ্রমিক জনতা লীগ উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপুকে।

এছাড়াও নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠ করে নির্বাচন কমিশনের ১০ জন নিজস্ব পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০ কেন্দ্রে ১০ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পর্যাপ্ত সংখ্যক পুলিশসহ, দুই প্লাটুন বিজিবি এবং তিনটি র‌্যাবের টিম দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে একজন করে কারিগরি মোবাইল টিমের সদস্য থাকবে। আশাকরি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।

এ ব্যাপারে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সবগুলো কেন্দ্রই আমরা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। তাই প্রতিটি কেন্দ্রে অন্য যে কোন নির্বাচনের চেয়ে বেশি সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *