গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার বাইশকাইল গোয়ালপাড়া গ্রামের কৃষক ফজলুল হক (৫০) মাঠে গরু আনতে যেয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন, বুধবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।
বাইশকাইল গ্রামের কামরুল ইসলাম জানান, অত্র গ্রামের মৃত জোয়াহের মুন্সীর দুই ছেলে ফজলুল হক ও সোহরাব উদ্দিন আকাশে মেঘ দেখে, দৌড়ে মাঠে ছুটে যান গরু আনতে। এ সময় বজ্রপাত হলে বড় ভাই ফজলুল হক নিহত ও ছোট ভাই বাকপ্রতিবন্ধী সোহরাব কিছুটা আহত হন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ আছে বলে জানা যায়।
এ ঘটনায় বাইশকাইল গোয়ালপাড়াসহ আশেপাশের গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল নয়টার পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হবে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত মোশারফ হোসেন বজ্রপাতে কৃষকের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।