টাঙ্গাইলে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধ আইন আদালত ফিচার সখিপুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আদালত একই মামলায় একজনকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও অপর একজনকে নির্দোশ প্রমানিত হওয়া বেকুসুর খালাস প্রদান করেছে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শাহারিয়ার খান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী মোঃ মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এসময় অপর এক আসামী রাসেল মিয়া আদালতে অনুপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত মিজানুর রহমান (২২) জেলার সখীপুর উপজেলার নলুয়া গ্রামের আড়ালিয়াপাড়া গ্রামের ফজলুল করিমের ছেলে আর দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত একই গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)। মামলায় খালাস পেয়েছে একই উপজেলার যাদবপুর গ্রামের আব্দুর করিমের ছেলে মোঃ পাভেল মিয়া (২৫)।

টাঙ্গাইলের অতিরিক্ত পিপি খোরশেদ আলম জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০১৯ সালের ২ জুন গোপন খবরের ভিত্তিতে সখীপুরের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দণ্ডিত মিজানুর রহমানের কাছ থেকে এক হাজার ২পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে। এছাড়া রাসেলের কাছ থেকে একশ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে। ঘটনার দিন জেলা ডিবির (উত্তর) উপ-পরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে ৫জনের নামে মামলা দায়ের করে।

পরে সখীপুর থানার এসআই ছবেদ আলী তদন্ত শেষে ২০১৯ সাথে ৩১ জুলাই আসামী মিজানুর রহমান, রাসেল মিয়া ও পাভেল মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। মামলার প্রধান আসামী মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলা কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলার সহযোগিতা করেন হাসিমুল আক্তার ও জবান আলী খান। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট গোলাম মোস্তফা মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *