মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার আইন, ২০০৯ ও এর বিধিমালা এবং স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
স্বাগত বক্তব্য রাখেন তথ্য অধিকার আইন ও তথ্য সেবা কমিটি (এপিএ উপ-কমিটি) এর সদস্য প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ ও গ্রুপ ওয়ার্কে মডারেটর হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অধিকার আইন ও তথ্য সেবা কমিটি (এপিএ উপ-কমিটি) এর আহবায়ক প্রফেসর ড. এ. কে. ওবায়দুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য অধিকার আইন ও তথ্য সেবা কমিটি (এপিএ উপ-কমিটি) এর সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুল আলম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রধান ও এপিএ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।