টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইল সদর ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নয় দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।মঙ্গলবার ২০ জুন বেলা ১১ টায় শ্রী শ্রী বড় কালীবাড়ী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী বড় কালীবাড়ীর সভাপতি সুভাস চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, সাধন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ী প্রাঙ্গণে পূজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষ শোভাযাত্রাসহ এসব কর্মসূচিতে অংশ নেন। আগামী বুধবার (২৮ জুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সকল কর্মসূচি শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *