দেলদুয়ারে-বিদ্যালয়ে-কর্মচারী-নিয়োগ

দেলদুয়ারে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে যুবক খুন

অপরাধ দেলদুয়ার ফিচার

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারীকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার ১৯ জুন রাতে উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মোঃ জনি মিয়া (২৩)। তিনি উপজেলার হেরেন্দ্রপাড়ার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ক‌য়েক‌দিন পূর্বে লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একটি প‌দে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লাউহাটি এবং হেরেন্দ্রপাড়া এলাকার দুইজন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ‌দিন ফলাফল ঘোষণা করে হেরেন্দ্র পাড়া এলাকার পরীক্ষার্থীর হওয়ার ঘোষণা দেন স্কুল কর্তৃপক্ষ। এসময় লাউহাটি এলাকার লোকজন অনৈতিকভাবে নিয়োগ হওয়ার অ‌ভি‌যোগ ক‌রেন। পরে এই ঘটনাকে কেন্দ্র ক‌রে দুই পাড়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডার সৃ‌ষ্টি হয়। এক পর্যা‌য়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। ঘটনার তিন দিন পর একই বিষয় নিয়ে দুই পাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ তৈরি। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়।

এর জের ধ‌রে সোমবার রা‌তে লাউহাটি সিএনজি স্টান্ডে হেরেন্দ্রপাড়ার জনিকে দাড়িয়ে থাকতে দেখে লাউহাটি এলাকার হামিদ মিয়ার ছেলে সুইফ ও একই এলাকার প্রান্ত ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে অতর্কিতভা‌বে আক্রমণ ক‌রে কু‌পি‌য়ে গুরুত্বর আহত ক‌রে। পরে স্থানীয়রা এগি‌য়ে গে‌লে তারা চ‌লে যায়। প‌রে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *