কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউনিয়নে তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ১৮ জুন রোববার ছিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ। এখানে চেয়ারম্যান পদে ৭জনসহ ৭৬জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।
জানা যায়, শেষ সময় পর্যন্ত কালিহাতীর এ দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৭৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন, সাধারণ পুরুষ সদস্য পদে ২৭ জন এবং বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন, সাধারণ পুরুষ সদস্য ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
কালিহাতী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মিসবাহ উদ্দিন আহমেদ জানান, ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাকরী প্রার্থীরা হলেন- পারখী ইউনিয়নে আব্দুস ছবুর শামীম (কৃষক শ্রমিক জনতা লীগ), মোঃ আজিজুর রহমান তালুকদার (আওয়ামী লীগ), মোঃ লিয়াকত আলী তালুকদার (স্বতন্ত্র) এবং বীরবাসিন্দা ইউনিয়নে মোহাম্মদ সেলিম শিকদার (স্বতন্ত্র), মোঃ ছোহরাব আলী (স্বতন্ত্র), মিতু আক্তার (স্বতন্ত্র) ও মোঃ আঃ খালেক (আওয়ামী লীগ)।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে পারখী ইউনিয়নে ১০ জন ও সাধারণ সদস্য পদে মোট ২৭ জন প্রার্থী এবং বীরবাসিন্দা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, এ দুই ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন, প্রতীক বরাদ্দ আগামী ২৬ জুন এবং ব্যালটের মাধ্যমে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পারখী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩৪৬ জন ও মহিলা ৮ হাজার ২৩৮ জন এবং বীরবাসিন্দা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩৪৩ জন ও মহিলা ৮ হাজার ৩৬২ জন।