টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মতো টাঙ্গাইলেও শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব এবং শিশুমৃত্যু রোধকল্পে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৮ জুন সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ের ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইাল জেনারেল হাসপাতালের দায়িত্বে ভারপ্রাপ্ত এডি ডা. হাবিবুল্লাহ বাহারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা স্বাস্থ্য বিভাগ জেলার পাঁচ লাখ ২৬ হাজার ৫৯৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করেছে।

আজ রবিবার ১৮ জুন থেকে ৬ থেকে ১১ মাস বয়সি ৬০ হাজার ১৫৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি চার লাখ ৬৬ হাজার ৪৩৭ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভা ও উপজেলায় পরিচালিত কার্যক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে ও জেলায় মোট তিন হাজার ১০টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত আছে।

প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে টিকাগ্রহীতা শিশুর অভিভাবকদের সহজে চেনার জন্য পুষ্টি পতাকা টাঙানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *