মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে প্রোটিন বিষয়ক সেমিনার ‘রাইট টু প্রোটিন’ অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজের ঝান্ডা হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার ১৭ জুন সকালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বক্তৃতা করেন । আলোচনায় অংশ নেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আব্দুল হালিম,মেডিসিন বিভাগের প্রধান, প্রফেসর ডা. মিজানুর রহমান, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর সভাপতি শামসুল আরেফিন খালেদ,বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ মহুয়া,ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের বাংলাদেশ টিম লিড খবিবুর রহমান কাঞ্চন।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভাইস-প্রিন্সিপাল প্রফেসর ডা. নিরঞ্জন চন্দ্র বসাক, প্রফেসর খন্দকার শাহনেওয়াজ, ডা. কিউ এম এনায়েত হোসেন। বিপিআইসিসির সেক্রেটারি দেবাশিস নাগ, যোগাযোগ ও মিডিয়া বিষয়ক উপদেষ্টা সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার আবুবকর প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনার সঞ্চালনা করেন মেডিকেলের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাহিয়ান নাজনিন ও রামনিক কর। সেমিনারে ২৫০জন চিকিৎসক, মেডিকেল অফিসার, ইন্টার্ন ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।