সাংবাদিক নাদিম হ'ত্যার বিচারের দাবিতে ভূঞাপুর প্রেসক্লাবে মানববন্ধন

সাংবাদিক নাদিম হ’ত্যার বিচারের দাবিতে ভূঞাপুর প্রেসক্লাবে মানববন্ধন

ফিচার ভূঞাপুর মিডিয়া

ভূঞাপুর প্রতিনিধি: বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে হ’ত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়েছে।

ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার ১৭ জুন দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নানা অপকর্ম, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিমকে হ’ত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, সাংবাদিকদের হ’ত্যা করে পার পাওয়া যাবে না। নাদিম হ’ত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় এনে হ’ত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামাল খান, সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন,সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু, ইব্রাহীম ভূইয়া, আল-আমিন শোভন, অভিজিৎ ঘোষ, মামুন সরকার, ফরমান শেখ,মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম রবি, নাসির উদ্দিন, ছানোয়ার হোসেন, কোরবান আলী তালুকদার, মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার ১৪ জুন রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে জেলার বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন একাত্তর টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *