নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করার জেরে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হ’ত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার ১৬ জুন বেলা পৌনে ১২ টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, একুশে টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মালেক আদনান, বাংলানিউজের টাঙ্গাইল প্রতিনিধি সুমন কুমার রায় প্রমুখ। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অতীতে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা এমন নির্মম ঘটনা ঘটাতে সাহস পেয়েছে।
নাদিম হ’ত্যার সঙ্গে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ।
উল্লেখ্য, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। বুধবার (১৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায়। পরদিন দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।