নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন হয়েছে। বুধবার টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে বেলুন ও কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
পরে কলেজ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহীম সুজন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, নাগরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, গোপালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সমীর কুমার ভৌমিক, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাকটর (ইলেকট্রিক্যাল) মোঃ আনোয়ার হোসেন, টেলিকমিনিকেশন টেকনোলজির বিভাগীয় প্রধান সৈয়দ মাহবুবুল আলম, ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।