সুব্রত দত্ত
চতুর্দিকে বিজয়ের উল্লাস
তবুও প্রেয়সীর নীরবতা
পৃথিবীর বুকে রক্তের বন্যায়
প্রাণের চঞ্চলতা গিয়েছে বেড়ে
তবুও সমস্ত চৈতন্য যেন
কী এক সংবাদ নিয়ে
এগিয়ে যায় সফলতায়।
কোন ঘন্টা বাজেনি
তেমন কোন শব্দও হয়নি
বলার যতছিল বলেছি
সংকোচেই ঘটেছিল ঘটনা।
জোয়ার লেগেছে জাগরণে
মেঘগুলো কেটে যাক
সরে যাক, সরে সরে যাক
আলো ছড়াক চতু্র্দিকে।
এখনো আশা-আকাঙ্খাগুলি
বসে আছে কঠিন তপস্যায়
কী জানি পেতে, কী জানি পেতে।
কতকাল হয়ে গেল, সত্যিই কতকাল
নিঃসঙ্গ হৃদয়ে পড়ছে রক্তধারা
কতকাল আরও কতকাল
নিদ্রাহীন কাঙ্খিত চোখ
জেগে থাকবে নব প্রত্যাশায়।
সমগ্র চিন্তা স্পষ্টতা চায়
এ হৃদয় ব্যর্থতা দেখেনি কখনো
মনে হয় তোমার নীরবতায়
আশার আলো দেখে স্পষ্ট।