নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
পরে অতিথিবৃন্দ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ১৭টি হুইল চেয়ার ও ৩টি ট্রাই সাইকেল বিতরণ করেন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা হুইল চেয়ার ও ট্রাই সাইকেল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব সহায়ক উপকরণ তাঁদের চলাচলের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এতে তাদের প্রতিবন্ধকতা কিছুটা হলেও লাঘব হবে।