টাঙ্গাইলে অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

টাঙ্গাইলে অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক শ্রমিক সমিতি।

মঙ্গলবার সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের নিকট স্মারকলিপি দেন সমিতির নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মওলা, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার, জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রূপচান মিয়া, আনোয়ার হোসেন ও সেলিম মিয়া, যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম ইসলাম লাভলু, সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম আরজু, মো. ইলিয়াস হোসেন, মোতালেব মিয়া, কোষাধ্যক্ষ আ. কুদ্দুস মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, প্রচার সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।

নিম্ন মজুরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা, ট্রেড ইউনিয়ন গঠনে প্রতিবন্ধকতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আর ক্ষতিপূরণের নিম্নহারের কারণে শ্রমজীবীদের জীবনে দুর্দশার শেষ নেই। এই সময়ে নতুন করে সংসদে উত্থাপিত হয়েছে ‘অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩’। এর মধ্য দিয়ে প্রতিবাদের শেষ অবলম্বন ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। নেতৃবৃন্দ অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *