নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত-পাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।
সোমবার (১২ জুন) রাতে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশ করেন নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) হুজুরের ওপর হামলা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ। আবারও সরকার প্রমাণ করল এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না। ভোটে নিশ্চিত হার জেনেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আকরাম আলী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান, জাতীয় শিক্ষক ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজু প্রমুখ।
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গত সোমবার দুপুরে বরিশাল নগরের নবগ্রাম রোডের ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বের হলে নৌকার নেতাকর্মীরা হাতপাখার প্রার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ কয়েকজন রক্তাক্ত জখম হন। এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।