নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণ ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি বুলবুলি বেগম, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সারাদেশে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই আমাদের ন্যায্য দাবি মানতে হবে। অন্যথায় আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন বলে বক্তারা জানান।