মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি হিসেবে প্রফেসর ড. মোঃ সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. মোঃ মাসুদার রহমান নির্বাচিত হয়েছেন। উভয় পদে আর কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সোমবার (১২ জুন) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ শেষে ঐ দিন বিকেলে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরাল, মাওলানা ভাসানীর মাজার ও প্রত্যয় ‘৭১ এ পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে রোববার (১১ জুন) শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনে নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। গত ১৬ মে ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের প্রার্থী ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একই প্যানেলের অনান্য বিজয়ীরা হলেন কোষাধ্যক্ষ পদে ড. মোঃ খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে ড. অনিমেষ সরকার, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ জসীম উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. মোঃ জয়নুল আবেদীন, নির্বাহী সদস্য পদে বিজিই বিভাগের সহকারি অধ্যাপক প্রতুল দ্বীপ্ত সমাদ্দার, এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. লুৎফুননেছা বারি, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে ড. মোঃ আহসান হাবিব, নির্বাহী সদস্য পদে ড. মুহাম্মদ উমর ফারুক, ড. মোঃ ফজলুল করিম, ড. মোঃ আজিজুল হক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উম্মে হাবিবা এবং খান মোঃ মূর্তজা রেজা লিংকন। শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার সময় ২২ মে পর্যন্ত বর্ধিত করেও একই পদে একের অধিক প্রার্থী না থাকায় ৪ জুন হতে যাওয়া নির্বাচনের আগেই সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।