বীর মুক্তিযোদ্ধা ভেটারেন কমরেড আব্দুল খালেকের মৃত্যুবরণ

বীর মুক্তিযোদ্ধা ভেটারেন কমরেড আব্দুল খালেকের দাফন সম্পন্ন

জাতীয় নাগরপুর ফিচার রাজনীতি

নাগরপুর প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নাগরপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য, গরিব মেহনতি মানুষের অধিকার আদায় করতে গিয়ে জেল-জুলুম নির্যাতন ভোগকারী প্রবীণ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও ভেটারেন কমরেড আব্দুল খালেক রবিবার সন্ধ্যায় মির্জাপুর কুমুদিনী হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ কণ্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সকাল সাড়ে ৯টায় তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সিপিবি জেলা কমিটির সম্পাদক কমরেড ওয়াহেদুজ্জামান মতি, সহকারী সাধারণ সম্পাদক রেজাউল করিম কহিনুর, সিপিবি উপজেলা কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, সলিমাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি স্বাধীন, সাবেক জি.এস ইকবালসহ নাগরপুরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ।

আজীবন সংগ্রামী নেতা বীর মুক্তিযোদ্ধা ভেটারেন কমরেড আব্দুল খালেকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। প্রয়াত ভেটারেন কমরেডের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকাহত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *