নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রানা মিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসর্ম্পূণ। বর্তমানে দেশে খাদ্যের ঘাটতি নেই। আমাদের সবাইকে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে। কোন খাবাবে পুষ্টি রয়েছে তা সবাইকে জানতে হবে। বিশেষ করে শিশুদের পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে হবে। মানুষ যাতে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা সম্পূর্ণ করতে পারে সেই সম্পর্কে অবগত করাই হল এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য। আগামী ১৩ জুন পুষ্টি সপ্তাহ শেষ হবে।