সময়তরঙ্গ ডেক্স: রাজধানী ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সবার সাথে সবার সৌহার্দ্য-সম্প্রীতিমূলক সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে ধনবাড়ী উপজেলা সমিতি-ঢাকা-এর যাত্রা শুরু হলো। তারিকুজ্জামান তপনকে আহবায়ক এবং আরশেদ আলী রাসুকে সদস্য সচিব করে ধনবাড়ী উপজেলা সমিতি-ঢাকা এর ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, অবিভক্ত মধুপুর উপজেলা সমিতি-ঢাকার কার্যক্রম ২০০৬ সালের আগে কিছু কার্যক্রম চালু ছিল। গত ৬ জুন, ২০০৬ খ্রি. অনুষ্ঠিত নিকারের ৯৩ তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাকে বিভক্ত করে ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সমন্বয়ে ১১ জুলাই, ২০০৬ খ্রি. ধনবাড়ী নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ধনবাড়ী মৌজার মধুপুর- জামালপুর মহাসড়কের পশ্চিমপার্শ্বে ধনবাড়ী বাজার ও বাস স্টেশনের দক্ষিণ প্রান্তে ধনবাড়ী উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মান করা হয় এবং ২০০৬ সনের সেপ্টেম্বর মাস হতে ধনবাড়ী উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়।
মধুপুর থেকে ধনবাড়ী নামে আলাদা উপজেলা প্রতিষ্ঠিত হবার পর থেকে ঢাকায় ধনবাড়ী উপজেলাবাসীদের নিয়ে একটি সমন্বয়মূলক সংগঠন করার বিষয়ে আলোচনা হয়ে আসছে । সেই আলোচনা ও সবার সাথে সবার সুসম্পর্ক স্থাপন করার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন- মোঃ শাহজাহান আলী- সিনিয়র যুগ্ন আহবায়ক, মেহেদী হাসান শিবলু- যুগ্ন আহবায়ক, সুম্মিতা মোনালিসা- যুগ্ন আহবায়ক, মোহাম্মদ মাসুদুর রহমান (মাসুদ রানা)- যুগ্ন আহবায়ক, আক্তার হোসেন কিরণ- যুগ্ন আহবায়ক, মোঃ সুরুজ্জামান সুরুজ- যুগ্ন আহবায়ক, মোঃ মারুফ আখতার কিরন- যুগ্ন আহবায়ক, আব্দুর রউফ- যুগ্ন আহবায়ক, ইমদাদুল হক- যুগ্ন আহবায়ক, মোঃ শাহিনুর রহমান- যুগ্ন আহবায়ক, মোঃ লতিফুর রহমান সুমন- সদস্য, মোঃ আবুবক্কর সিদ্দিক-সদস্য, মোঃ শামীম রহমান সোহাগ- সদস্য, সৈয়দা কাওসার দিলসাদ- সদস্য, এস. এম ছাইফুল ইসলাম- সদস্য, মোঃ তানভীরুল হক ইমরান-সদস্য, মো: মফিজুর রহমান শ্রাবন-সদস্য, মোঃ কামরুল হাসান (শিলন)- সদস্য, মোঃ উজ্জ্বল হাসান- সদস্য, প্রলয় রায়- সদস্য, মোঃ নাঈমুর রহমান নিশান- সদস্য।
উল্লেখ্য, মধুপুর গড়ের শেষ পশ্চিমাংশ হতে ধনবাড়ী উপজেলা শুরু হয়ে পশ্চিমে ঝিনাই নদী পর্যন্ত বিস্তৃত টাঙ্গাইলের শেষ উত্তর প্রান্তে অবস্থিত। এ উপজেলার অধীনে ধনবাড়ী পৌরসভা ও ৭ টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নসমূহ হচ্ছে- বীরতারা, যদুনাথপুর, পাইস্কা, ধোপাখালী, মুশুদ্দি, বানিয়াজান ও বলিভদ্র । বর্তমানে এই উপজেলা শতভাগ বিদ্যুতের আওতাধীন আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য।