সুব্রত দত্ত
শহরটা থেকে থেকে
মনেহয় পাড়া গাঁয়ের মতো
দোকানে দোকানে জ্বলছে হেরিকেন
মোমবাতি আর কুপির আলো ।
কখনো রোদ, কখনো বৃষ্টি
কখনো মেঘের গুরু গুরু গর্জন
কখনো চমকানো বিদ্যুতের আলো
যেমন আকাশে চলে খেলা
শহরেও প্রতিনিয়ত বসেছে
আলো আর আঁধারের মেলা ।
বিদ্যুতের অসহযোগে শহরটা
ঝিমিয়ে পড়েছে, অশান্তি দানা বাঁধছে
প্রকটতর হচ্ছে সংকটগুলো—
মনে হয়, কোন এক নীরব ঘাতক
নিভিয়ে দিচ্ছে আলোর মিছিল।