tarango.org

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, গাছের চারা ও ডাস্টবিন বিতরণ

টাঙ্গাইল পরিবেশ ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন সোমবার সকালে ‘প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যে সদর উপজেলার করটিয়াতে র‌্যালি, গাছের চারা ও ডাস্টবিন বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর অর্থায়নে তরঙ্গ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান চৌধুরী (মজনু)। শুরুতে একটি র‌্যালি করটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর করটিয়াস্থ তরঙ্গ অফিসে এসইপির প্রকল্প ব্যবস্থাপক মনজুর তারেক-এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল করিম সরকার, পরিবেশ কর্মকর্তা এস এম নাইম ইসলাম, ডকুমেন্টেশন কর্মকর্তা জাহিদ হাসান সানি, সাপ্তাহিক সময়তরঙ্গ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ ও নলুয়া পরিবেশ ক্লাবকে তিনটি ডাস্টবিন প্রদান করেন ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান চৌধুরী (মজনু)। এ সময় করটিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও মেম্বারগণসহ তরঙ্গের এসইপি প্রকল্পের বিভিন্ন উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *