বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল জব্দ

বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল জব্দ

ফিচার বাসাইল

নিজস্ব প্রতিবেদক: বাসাইল উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি চায়না জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সোমবার ( ৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার বন্ধে অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরণের চায়না জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপজেলার মৎস অফিসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *