জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী -সখীপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী

জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী -সখীপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলা ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রধানমন্ত্রীর প্রিয় প্রজেক্ট এবং নিজ উদ্যোগে এর খোঁজ-খবর রাখেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আমাদের অনেক আর্থিক সীমাবদ্ধতা ছিলো। এই সীমাবদ্ধতার মধ্যেও অনেক মন্ত্রণালয়ে টাকা কাটছাট করা হয়েছে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি ৫০০ কোটি টাকার জন্য আমরা এ শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারছি না। তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ডিসেম্বরে জানানোর পর মার্চ মাসে ৫২৫ কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী নিঃসন্দেহে একজন ক্রীড়াবান্ধব।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী এলাকায় চার একর জায়গার উপর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা। ভিত্তিপ্রস্তর স্থান উদ্বোধন অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ব‍ক্তব‍্যে এসব কথা বলেন।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক সার্বিক মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, প্রকৌশলী আতাউল মাহমুদ, ওসি রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *