নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুইদিনব্যাপি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সেমিনারে ইন্টারনেট আসক্তির ক্ষতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব তারেক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
মেলায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩৬টি স্টল অংশগ্রহণ করেছে। সোমবার এই মেলা শেষ হবে।