মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হলো জিএসটি গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা।

শনিবার (৩ জুন) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ৫টি কেন্দ্রে ১ম একাডেমিক ভবন, ২য় একাডেমিক ভবন, একাডেমিক কাম রিসার্চ ভবন ও লাইব্রেরি ভবনে ৪ হাজার ১৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষা কেন্দ্রে ৯৭-৯৮ শতাংশ উপস্থিত ছিল। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আনয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *