কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার বাগুটিয়ায় কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠান রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (৩ জুন) বিকেল ৩ টায় কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের নির্বাহী সভাপতি, বাউল ও লোকশিল্প সংস্থার সভাপতি শফি মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মাহমুদ আলী (কাকী), বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম মোল্লা বিন মতি, এফবিসিসিআই-এর পরিচালক আবু নাসের, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ অলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আব্দুর রহিম সুজন, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনার অতিরিক্ত জেলা প্রশাসক নাসিফা আক্তার, সিভিল সার্জন মোঃ মিনহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (পিডিবি) মোঃ তারেক ছেফাতী, জেলা সাব-রেজিস্ট্রার মোঃ বুলবুল আহমেদ প্রমুখ।
এছাড়া, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতীর পৌর মেয়র মোঃ নুরুন্নবী সরকার, এলেঙ্গার পৌর মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, এলেঙ্গা শামসুল হক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, হাইকোর্টের এডভোকেট নুরুল ইসলাম, বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের মহাসচিব এ্যাডভোকেট আবু নাসির খান, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাধুবৃন্দ, এলাকাবাসী, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বাউল ও লোকশিল্প সংস্থার লালন গবেষক ও সাধারণ সম্পাদক সর্দার হীরক রাজা ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও রাবেয়া রাহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম। বৃদ্ধাশ্রমের উদ্বোধনী ফলক উম্মোচন কালে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার প্রকৃত অসহায় ও সন্তানদের দ্বারা অবহেলিত বৃদ্ধদের সেবার জন্য ১ লক্ষ টাকা ও ৩ টন চাল দেয়ার ঘোষণা দেন।