নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আধুনিক রুচিসম্মত বুফে রেস্টুরেন্ট রুপসী বাংলা’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর ভিক্টোরিয়া রোডস্থ উক্ত রেস্টুরেন্টের দোতলায় দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে এটির উদ্বোধন হয়।
রুপসী বাংলা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খান বলেন, টাঙ্গাইলে আধুনিক বুফে রেস্টুরেন্ট নেই বললেই চলে। বিদেশ থেকে অথবা রাজধানীর কোন আত্মীয় স্বজন টাঙ্গাইলে আসলে তাদেরকে একটি ভালো রেস্টুরেন্টে অনুষ্ঠান কিংবা খাবারের জন্য নিয়ে আসতে অনেকটাই বিব্রত বোধ করতে হতো। আশাকরি এই রেস্টুরেন্ট খোলার পর থেকে সেটির সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা দেশ-বিদেশের অনেক রেস্টুরেন্ট ও স্থানীয় মানুষদের রুচিসম্মত খাবারের ব্যবস্থা রেখেছি।
এ সময় উপস্থিত ছিলেন রুপসী বাংলা রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার বিজয় দাস, জাহিদুল ইসলাম জহিরুল, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বিউটি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. খোরশেদ আলম, দৈনিক লোককথা পত্রিকার সহকারী সম্পাদক বদরুল হাসান চৌধুরী, একুশের টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, বিশিষ্ট ব্যবসায়ী সালামত হোসেন দিলু, দেওয়ান শফিকুল ইসলামসহ টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও সমাজকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।