নিজস্ব প্রতিবেদক: “অনির্বাণ বাংলা” এই শ্লাগানে নানা আয়োজনে টাঙ্গাইলে বিজয় টিভির এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার, ৩১ মে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১৪’র সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত ও টাঙ্গাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক নাসির উদ্দিন।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয় টিভি’র সখীপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বিজয় টিভি প্রতিষ্ঠাকালীন সময় থেকে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। গুনগত মানসম্পন্ন বিনোদনধর্মী অনুষ্ঠান প্রচার করে মানুষকে দেশীয় সংস্কৃতির দিকে আগ্রহী করে তুলতে ভুমিকা রাখছে। বিজয় টিভির প্রতিষ্ঠাকালীন সময়ে তার স্মৃতিচারণ করে বলেন, এই টিভির সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। যারা এই টিভির উদ্যােক্তা, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। এ সময় তিনি বিজয় টিভির প্রতিষ্ঠাতা প্রয়াত মহিউদ্দিন চোধুরীর স্মৃতিচারণ করেন।