ঘাটাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঘাটাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঘাটাইল ফিচার

ঘাটাইল প্রতিনিধি: ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল ১১টায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব অধ্যাপক মতিয়ুর রহমান খান-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ নুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ফখরুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক ও দেশ টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আতিকুর রহমান প্রমুখ।

মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ঘাটাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট বাবর। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করছেন চৈথট্র গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান, সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রামপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান আলী, সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেন, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *