ভূঞাপুর প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোবিন্দাসী গ্রামে এ কর্মসূচি পালিত হয়।
গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সামিউল ইসলাম সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের কল্যাণের জন্য দোয়া করা হয়।