নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় গয়হাটায় নিরাপদ খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে বুট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী নাগরপুরের গয়হাটায় নিরাপদ খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে বুট ক্যাম্পে ‘নিরাপদ ও পুষ্টিকর খাবার, সুস্বাস্থ্য সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প উপজেলা পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে।
উক্ত কর্মসূচির আওতায় বিড ফাউন্ডেশন গয়হাটা শহীদ শামস্ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নিউট্রিশন ক্লাব আয়োজিত বুট ক্যাম্পে নিউট্রিশন ক্লাবের প্রায় ১০০ জন সদস্য খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক ছবি আঁকা, নিরাপদ ও পুষ্টিকর খাবার সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান এবং শপিং স্প্রিং প্রতিযোগিতার আয়োজন করে। বুট ক্যাম্প শেষে সকল শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় নিরাপদ খাদ্য কর্মকর্তারা একটি আলোচনা সভায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবির। বিশেয অতিথি ছিলেন গয়হাটা শহীদ শামস্ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আকতার, বিড ফাউন্ডেশন কর্মকর্তা ছালেহ্ উদ্দিন আকবর ও মোঃ রাশেদ হোসাইন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা আই সি টি প্রোগ্রামার, বিড ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
আমন্ত্রিত বক্তা ও শিক্ষার্থীরা নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য বিদ্যালয়, ব্যাবসায়ী, প্রশাসন, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন।