দীপক পাল
তারে বাপু জানো নাকি কত বড় চাপাবাজ?
চাপাবাজি নিয়ে তার দিয়ে দিই ছাপা আজ।
বাগানবাড়িতে নাকি বড় এক বাঘ পোষে,
কখনো সে বাঘে খেলে, কখনো বা রাগে রোষে।
বাঘ নাকি ছুটে আসে মালিকেরে দেখলে,
আদরের লোভে কাছে আসে এক আদেখলে।
পোষ্যের সাথে হয় মনিবের ছুটোছুটি,
কখনো বা ডিগবাজি, কখনো বা হুটোপুটি।
বাঘটার পেট ভরে প্রতিদিন মাংসে,
তবে নাকি বেশি খায় মুরগির রান সে।
বন থেকে এনেছিলো শিশু বাঘ কুড়িয়ে,
বড়ো হয়ে সেই বাঘ যায় আজ বুড়িয়ে।
প্রতিদিনই বাঘ নিয়ে তার বড়ো আস্ফালন,
তাই আজ ফিরেছিগো দেখে তার হাঁস পালন।
হেসে তারে বললাম, কেন বলো মিথ্যে?
বাঘ তো একটা নয়, আছো বাঘ বৃত্তে।
সঙ্গীরে বললাম, উভচর বাঘ দ্যাখ্,
হালুমের বদলে এ করে বটে প্যাঁক প্যাঁক।