মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে দুর্নীতিবিরোধী চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে।
চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় সিয়াম একাডেমি ও উয়ার্শী পাইকপাড়া এম ইয়াসিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সিয়াম একাডেমি বিজয়ী দলের গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জণ করেন সিয়াম একাডেমির মিফতাহুল জান্নাত।
বিতর্কের বিষয় ছিল- অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। এর আগে গত শনিবার সকালে একই মিলনায়তনে উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার প্রথম রাউন্ড ও রোববার সকালে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশীষ কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মফিজুর রহমান, সদস্য খোরশেদ আলম, আমির আব্বাস প্রমুখ।