নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের দাবীতে আন্দোলনে নেমেছে। আন্দোলনের অংশ হিসেবে সোমববার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, তাদের পরীক্ষা আসন্ন হলেও নিয়মিত ক্লাশ হচ্ছে না। শিক্ষকগণ ক্লাসগ্রহণ থেকে বিরত রয়েছেন। ক্লাশ না নেয়ার কারণ হিসেবে শিক্ষকরা বলেছেন তাদের ৩৪ মাসের বেতন বকেয়া রয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন সারাদেশের ৭৭৭ জন শিক্ষকদের দীর্ঘ ৩৪ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য দাবী জানান। শিক্ষকদের বকেয়া বেতন দিয়ে ক্লাস শুরু করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সমস্যা সমাধানে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করে এ সময় বক্তব্য রাখেন বাকাছাপ এর সভাপতি বাস্তব ঘোষ, সাধারণ সম্পাদক হৃদয় হাসান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রান্ত, আহসান হাবিব, সিয়াম খান, খলিফা ও রামিম প্রমুখ। এসময় অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।