মাভাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাভাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল ফিচার রাজনীতি

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের হত্যার হুমকিসহ কুরুচীপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ আজ ২২ মে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সারাদেশের আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের কর্মসূচি হিসেবে সারাদেশে বেলা ১১ টায় এ বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মান্নান হল থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে, শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ছাত্রলীগ নেতা নিবিড় পাল, মানিক শীল, নাজিমউদ্দীনসহ অন্যান্যরা সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৯ মে ‘সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে’ রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। আবু সাঈদ চাঁদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *